আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: সিরাতুল মুস্তাকীম ফাউন্ডেশনের জাকাত শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মাওলানা সৈয়দ জয়নাল আবেদীন

‘দারিদ্র্য বিমোচনে যাকাতভিত্তিক অর্থনীতি গ্রহণ করা প্রয়োজন’


অনলাইন ডেস্কঃ এফ এ ইসলামিক মিশন (ওয়াকফ) কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইসলামি চিন্তাবিদ মাওলানা সৈয়দ জয়নাল আবেদীন বলেছেন, ‘দারিদ্র্য বিমোচনে ইসলামের অর্থনৈতিক কর্মসূচি হচ্ছে যাকাত। রাষ্ট্রীয়ভাবে যাকাত সংগ্রহ ও বণ্টন করা হলে অল্প সময়ের মধ্যে দেশ থেকে দারিদ্র্য দূরীভূত হবে।’

তিনি বলেন,  ‘গরিব মানুষের ভাগ্য বদলে দিতে এবং দারিদ্র্য বিমোচনে যাকাতভিত্তিক অর্থনীতি গ্রহণ করতে হবে সরকারকে।

এজন্য পৃথক যাকাত মন্ত্রণালয় গঠন করে ধনীদের থেকে বাধ্যতামূলকভাবে যাকাত সংগ্রহ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

রবিবার (৩১ মার্চ) কাতারের দোহারে সিরাতুল মুস্তাকীম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মিজান উদ্দিনের পাঠানো সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন ‘যাকাত দিলে বাড়ে সম্পদ, না দিলে আযাব’

পরিষদের সভাপতি মুহাম্মদ এরশাদুল আলমের সভাপতিত্বে ও নাইম উদ্দিন নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান; প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ারুল হাসান। এছাড়া অতিথি ছিলেন সিরাতুল মুস্তাকীম ফাউন্ডেশন, কাতার কেন্দ্রীয় পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ নাজিমউদ্দীন, ব্যাংকার মুহাম্মদ মোতাহের আল হোসেন, মুহাম্মদ দেলোয়ার হোসেন, মুহাম্মদ রফিকুল আলম, সৈয়দ মুহাম্মদ আবুল হাসনাত, মুহাম্মদ আবুল হাসেম, মুহাম্মদ সেলিম, আহমুদুর রহমান মাসুদ ও হাফেজ মুহাম্মদ দিদারুল ইসলাম, মুহাম্মদ ওসমান গণি, সৈয়দ মুহাম্মদ মামুন সমরকন্দী, সাধারণ সম্পাদক মুহাম্মদ গিয়াসউদ্দিন, খোরশেদ ইসহাক, মুহাম্মদ সালাউদ্দিন, নাজিম শাহ, মুহাম্মদ আরমান, মুহাম্মদ তৈয়ব আলী, তায়েব রুবেল, মুহাম্মদ ইসহাক কাদেরী ,মুহাম্মদ রিয়াদ, মুহাম্মদ ইমরান, মুহাম্মদ মাহাবুব আলম, জাহাঙ্গীর আলম, হাফেজ নেজাম, তারেকুল ইসলাম, মুহাম্মদ ইলিয়াস, জসিম, রুবেল, শেখ শামীম চিশতিসহ প্রমুখ।

মাহফিলে দেশ ও জাতির শান্তি কল্যাণ এবং বিশ্ব মানবতার শান্তি কামনায় মুনাজাত করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর