আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে ৭ তক্ষক উদ্ধার, আটক ৫


সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রাম সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা এলাকা থেকে বিলুপ্তপ্রায় ৭ তক্ষক উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তক্ষক পাচারে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৫ জুন) মহাসড়কের কিং অফ কুমিরা কনভেনশন হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলো- মো. নীলচাঁন শেখ (২৬), মো. আলী আকবর শেখ (৩০), ইমাম শেখ (২২), মো. জাহাঙ্গীর আলম (৪৭) ও মো. মুক্তার হোসেন (৪৫)।

অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইসচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিলুপ্তপ্রায় ৭টি তক্ষক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তক্ষকগুলোকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের নিকট হস্তান্তর করা হয়েছে। সেইসঙ্গে আসামিদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর