আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাটগাঁর সংবাদ পত্রিকার দশম বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন


নুরুল কবির রিফাত, সাতকানিয়া 

ডিএফপিভুক্ত চাটগাঁর সংবাদ পত্রিকার দশম বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প ১৪ অক্টোবর সাতকানিয়ার মীর্জাখীর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে সম্পন্ন হয়। গাইনি ও প্রসূতি, নবজাতক শিশু, মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি, বাত-ব্যথা, চর্ম ও যৌন, চোখ, দাঁত, নাক-কান-গলা, কর্ণ ছেদন ও খতনা-সহ ২৬জন বিশেষজ্ঞ ডাক্তার, সহকারি ও ৫০জন নার্সের মাধ্যমে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়। পুরোদিন ব্যাপী উক্ত ফ্রি চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ. এস. এম. মোস্তাক আহমেদ, ডা. নুরুল আমিন, অধ্যাপক ডা. মোঃ আব্বাস উদ্দিন চৌধুরী , ডা. মোজাম্মেল হক, ডা. আহামদ রহিম, ডা. মোহাম্মদ জুনাইদ চৌধুরী, ডা. মোহাম্মদ সৌমিম ( শামীম ), ডা. ফরহাদ কবির, ডা. মোহাম্মদ মোজাম্মেল হক, ডা. এনামুল হক, ডা. মোহাম্মদ সাদত ইসলাম মিরাজ, ডা. মোহাম্মদ সৌমিক সালমান, ডা. মিনহাজুস সোয়ালেহীন সিদ্দিকী, ডা. জান্নাতুল নাঈম জেকি, ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম, ডা. রায়হান ছিদ্দিকী প্রমুখ। স্বেচ্ছাসেবক হিসেবে শতাধিক কর্মী নিয়োজিত ছিলেন।

পত্রিকার সম্পাদক আলহাজ নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ. এস. এম. মোস্তাক আহমেদ । মানবিক সেবায় নিয়োজিত ডাক্তারদের সম্মাননা স্মারক প্রদানকালে প্রধান অতিথি বলেন, চাটগাঁর সংবাদ পত্রিকার দশম বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প মানবকল্যাণের অনন্য দৃষ্টান্ত। পত্রিকার সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি নুরুল আবছার চৌধুরী জানান, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চাটগাঁর সংবাদ পত্রিকাটি জনগণকে সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় দশম বর্ষপূর্তি উপলক্ষে পুরোদিন মিলে ৪০০০ রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রিতে চিকিৎসাসেবা প্রদান করা হয়। শোষিত ও বঞ্চিতের পক্ষে, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে পত্রিকা সচল রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। পত্রিকার দশম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজন শেষে তিনি এসব কথা জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর