আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: এ্যাডভোকেসী সভায় বক্তব্য রাখছেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা

চট্টগ্রামে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ২৭ এপ্রিল পর্যন্ত


অনলাইন ডেস্কঃ আগামী ২১ থেকে ২৭ এপ্রিল নগরীর প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় অবস্থিত সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সমূহে ৫ থেকে ১৬ বছর বয়সের ছাত্র ছাত্রীদেরকে ওজন, উচ্চতা এবং চোখের দৃষ্টি পরীক্ষা করা হবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য শিক্ষামূলক বার্তা সমূহ শিক্ষার্থীদের অবহিত করা হবে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল মিলনায়তনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। চসিকের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুর রহমান, জেলা সহকারী পরিদর্শক মিথিলা দাশ, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, জোনাল মেডিকেল অফিসার ডা. মো. হাসান মুরাদ চেীধুরী, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন, থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত বারৈ।

আরও পড়ুন চসিক’র স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাচ্ছি: মেয়র

কর্মসূচী সর্ম্পকে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা.
তপন কুমার চক্রবর্ত্তী। সভা পরিচালনা করেন ভ্যাকসিনেশন ইনচার্জ মো. আবু ছালেহ।

সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা বলেন, ‘ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। এতে ছাত্র-ছাত্রীগণ প্রাথমিকভাবে স্বাস্থ্যসেবা সম্পর্কে অবহিত হন এবং তাদের মেধার বিকাশও ঘটে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর