আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের একাদশে বিএমটি শাখায় ফ্রি ভর্তির সুযোগ


অনলাইন ডেস্কঃ যেসব শিক্ষার্থীরা ২০১৯ সাল থেকে চলতি বছরের মধ্যে এসএসসি পাশ করেছেন অথচ অর্থাভাব ও অস্বচ্ছলতা কিংবা অন্য কোনো কারনে এইচএসসিতে ভর্তি হতে পারেননি তাদের জন্য লেখাপড়ার বিশেষ সুযোগ রয়েছে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে। কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এই কলেজে বিনামূল্যে অধ্যয়ন করতে পারবেন নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে আলাপকালে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল কাদের চাটগাঁর সংবাদকে বলেন, ‘সাতকানিয়ায় অসংখ্য নারী রয়েছে যারা শিক্ষা থেকে ঝরে পড়ছে। বিএমটি শাখায় ভর্তির সুযোগটি তাদের জন্য সহায়ক হবে।’

আরও পড়ুন মেডিকেলে চান্স পেলে লেখাপড়ার সম্পূর্ণ খরচ বহন করবে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ কতৃপক্ষ

দেশে বিদেশে কারিগরি শিক্ষার মূল্যায়ন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ মাধ্যমে পড়াশোনায় স্বল্প পরিশ্রম হয় এবং খুব বেশি সময় ব্যয় হয় না। প্রান্তিক পর‌্যায়ের নারীরা এ শাখায় ভর্তি হলে নিজেদের জীবনমান উন্নয়ন করতে পারবেন।’

কলেজ গভর্নিং বডির সভাপতি নুরুল আবছার চৌধুরী বলেন, ‘দেশকে এগিয়ে নিতে নারী শিক্ষার বিকল্প নেই। তাই বিএমটি শাখায় বিনামূল্যে ভর্তির সুযোগ সরকারের গৃহীত পদক্ষেপের মধ্যে অন্যতম।’

তিনি বলেন, ‘নারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। আর্থিক সংকটের কারনে যে সকল শিক্ষার্থী এখনো একাদশে ভর্তি হতে পারেনি তারা সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে বিএমটি শাখায় ফ্রিতে ভর্তি হতে পারবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর