আজ ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

মাইজভাণ্ডারে জ্যৈষ্ঠ মাসের ফল ফাতেহা


অনলাইন ডেস্কঃ ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে জ্যৈষ্ঠ মাসের ফল ফাতেহা শরীফের অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২৩ মে) অনুষ্ঠিত হবে। বুধবার (২২ মে) দরবারের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হকের পাঠানো সংবাদ বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও দরবারে জ্যৈষ্ঠ মাসের ফল ফাতেহা করা হবে। আগামিকাল বাদ আসর দরবারে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে এ ফাতেহা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন ‘মাঘের ১০ তারিখে মাইজভাণ্ডারে দেশের সর্ববৃহৎ স্বতঃস্ফূর্ত জনসমাবেশ’

গাউছুল আজম মাইজভাণ্ডারী ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর যৌথ ব্যবস্থাপনায় ফাতেহা করাবেন দরবারের মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন পীর আলহাজ্ব শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারীর (ম.)।

উক্ত অনুষ্ঠানে যথাসময়ে আদব সহকারে উপস্থিত হয়ে গাউছুল আজম মাইজভাণ্ডারীর ফয়েজ, রহমত হাসিলের জন্য আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- বাদ মাগরিব হয়রত গাউছুল আজম মাইজভাণ্ডারীর রওজা শরীফে মিলাদ, মোনাজাত। এরপর বাদ এশা সামা মাহফিল অনুষ্ঠিত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর