আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গরীবও এখন আর পান্তা ভাত খেতে চায় না: মতিয়া চৌধুরী


চাটগাঁর সংবাদ ডেস্ক

গরীবও এখন আর পান্তা ভাত খেতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। আজ সোমবার বিকেলে ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও কেআইবি যৌথভাবে এ কর্মসূচির আযোজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নতির পথে আগাচ্ছে। গরীবও এখন আর পান্তা ভাত খেতে চায় না। অন্ন, বস্ত্র, শিক্ষা, খাদ্য, চিাকৎসা, বাসস্থান- প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ অভূতপূর্ব সফলতা লাভ করেছে।’

সাবেক কৃষিমন্ত্রী বলেন, ‘৭৫-এ জাতির পিতাকে হত্যার মাধ্যমে খুনি মুশতাক, জিয়া গং চেয়েছিল দেশকে অন্ধকারে নিয়ে যেতে। জননেত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করেছেন। আমি কৃষিবিদ নই, কিন্তু কৃষকদের উন্নত জীবন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর যে আপ্রাণ চেষ্টা সে চেষ্টায় আমিও আপনাদের সঙ্গে আছি।’

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি সবার জন্য ভাবেন। তার এই চিন্তাকে সম্মান জানিয়ে বাংলাদেশের পেশাজীবীরা আগামী নির্বাচনে তাকে আবার বিজয়ী করে আনবেন। আমরা যদি আবারও জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে পারি তিনি বাংলাদেশকে স্বপ্নের অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাবেন।’

বিশেষ অতিথির বক্তব্যে কেআইবির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘খুনের রাজনীতি প্রতিষ্ঠার জন্য সাম্প্রদায়িকতা সৃষ্টির জন্য, একাত্তেরের পরাজয়ের প্রতিশোধের জন্য জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। বাঙালি জাতি হিসেবে আমাদের স্বকীয়তায় আমরা বিশ্বের কাছে দাঁড়াব, জাতির পিতার এ লক্ষ্য ধ্বংস করাই খুন মুশতা, জিয়াদের উদ্দেশ্য ছিল।’

এ সময় বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছিলেন, তাই আমরা দেশ ও জাতির জন্য আজ মাথা উঁচু করে কাজ করতে পারছি। আগামী জাতীয় নির্বাচনে কৃষি ও কৃষকের প্রতি কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার যে ভালবাসা, আমরা কৃষিবিদরা আবারও নেত্রীকে বিজয়ী করে তার প্রতিদান দিতে সচেষ্ট থাকব।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর