আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চবি উপাচার্য অধ্যাপক ড.শিরীণ আখতার

সাংবাদিকদের সঙ্গে কথা কম বলার নির্দেশ আছে: ড.শিরীণ আখতার


চবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড.শিরীণ আখতার বলেন, সাংবাদিকদের সঙ্গে কথা কম বলার নির্দেশ আছে উপর থেকে।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।

সম্প্রতি ছাত্রলীগ নেতাকে শিক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ায় চবি উপাচার্যের কার্যালয়ে ভাংচুর করে ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ একাকারের অনুসারীরা। একই সময় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধ করে দিলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়ে।
এছাড়া একই দাবিতে রেজিস্ট্রার দফতরেও হট্টগোল করেন ছাত্রলীগের অনুসারীরা। এ ঘটনায় ৩১ জানুয়ারি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে ঘটনা পরবর্তী সময়ে এ বিষয়ে চবি উপাচার্যের কোনও বক্তব্য পাওয়া যায়নি। মুঠোফোনে কিংবা সরাসরি কোনোভাবেই সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিষয়ে চবি উপাচার্যের সাড়া পান না গণমাধ্যমকর্মীরা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে কম কথা বলার নির্দেশ আছে উপর থেকে। এটা অনেক উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ। এর বেশি কিছু বলতে পারবো না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর