আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি: ডা. শাহাদাত


গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।আজ শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে কাতারে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আওয়ামী সরকার দেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে সভা-সমাবেশের অধিকার নেই, কোনো মানবাধিকার নেই। এক দলীয়ভাবে দেশ চালাচ্ছে সরকার। অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি। বিএনপির বিভাগীয় সমাবেশগুলো সফল না হওয়ার জন্য নানা ষড়যন্ত্র করেও সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সরকারের দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। এই সরকার আর বেশিদিন টিকে থাকতে পারবে না। গণজোয়ারে ভেসে যাবে।’

কাতারে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী পরিবারের সমন্বয়ক ইউছুপ সিকদারের সভাপতিত্বে এবং রাহেল মাহমুদ ও জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠী কাতারের সভাপতি সেলিম রানা, প্রধান বক্তা ছিলেন মোরশেদ বিল্লাহ, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠী কাতারের সিনিয়র সহ-সভাপতি সোহেল সিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসের ও মো. তৈয়ব প্রমুখ

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর