কক্সবাজারে সুনাম বাড়ছে শিশু বিশেষজ্ঞ লে. কর্ণেল (অব.) ডা. রেজওয়ানের


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ জেলায় নবজাতক ও শিশু বিশেষজ্ঞ হিসাবে প্রতিনিয়ত সুনাম বাড়ছে লে. কর্ণেল (অব.) ডা. রেজওয়ানের।

এমবিবিএস, এফসিপিএস, (পেডিয়েড্রিক), নবজাতক ও শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ এই চিকিৎসক নিয়মিত রোগী দেখছেন কক্সবাজার ফুয়াদ আল খতীব হাসপাতালে।

সরজমিনে হাসপাতাল ঘুরে দেখা গেছে, প্রতিদিনই সকাল এবং বিকালে তিনি নবজাতকদের নিজের আপনমনে স্বযত্নে চিকিৎসা সেবা দিচ্ছেন। এসময় অসংখ্য রোগী ও স্বজনেরা তার অপেক্ষায় থাকেন।সকলে তার চিকিৎসা সেবার দারুণ প্রশংসাও করেন।

আরও পড়ুন মহেশখালীর শাপলাপুরে দু’টি অবৈধ করাতকল উচ্ছেদ ও মালামাল জব্দ

এ প্রসঙ্গে আলাপকালে পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মিসেস রুবী আক্তার চাটগাঁর সংবাদকে বলেন, ‘ডা. রেজওয়ান স্যার অত্যন্ত ভালো মানুষ। তার চিকিৎসা খুবই ভালো। আমার সন্তানের জন্য আমি নিয়মিত তার ব্যবস্থাপত্র অনুসরণ করি।’

বর্তমানে কক্সবাজারে স্বাস্থ্যসেবা খাত এখন অনেকটা এগিয়েছে। উন্নত সব চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে হাতের নাগালে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সরকারি এবং প্রাইভেটে নিয়মিত রোগী দেখছেন।

কক্সবাজারের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সরকারি জেলা সদর হাসপাতাল। এখানে সব ধরণের সেবা এখন হাতের নাগালে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ফুয়াদ আল খতীব হসপিটাল, জেনারেল, সী-সাইড, শেভরন, ইউনিয়ন, সেন্ট্রাল ও সিআইসি ভালো সেবা দিয়ে যাচ্ছে।

জানতে চাইলে বিজয়বাংলা নিউজকে প্রতিক্রিয়ায় লে: কর্ণেল (অব:) ডা: এ এস এম রেজওয়ান বলেন, ‘সমস্ত প্রশংসা আল্লাহর। চিকিৎসা সেবায় সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করি।’


Related posts

‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরা ১০শ এ কুবির অনন্যা

Shahidul Islam

পরিচ্ছন্নতাকর্মীদের ‘হেপাটাইটিস বি’ সংক্রমণের সচেতনতা বৃদ্ধিতে চসিক’র সভা

Chatgarsangbad.net

প্রতিকূল আবহাওয়ায় ট্রলার ডুবে পেকুয়ার এক মৎস্যজীবির মৃত্যু

Chatgarsangbad.net

Leave a Comment