আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতিকূল আবহাওয়ায় ট্রলার ডুবে পেকুয়ার এক মৎস্যজীবির মৃত্যু


পেকুয়া প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ট্রলার ডুবে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার এক মৎস্যজীবির মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ১৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুর তিনটার দিকে  কক্সবাজারের বাঁকখালীর মোহনা পয়েন্টে  ট্রলার ডুবির এ দূর্ঘটনা ঘটে। নিহত মৎস্যজীবি কামাল হোসেন (৪২) পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বামুলা পাড়া এলাকার মৃত মোহাম্মদ ছবিরের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর তিনটার  দিকে কামাল হোসেন মাছ ধরার ট্রলারে করে গভীর বঙ্গোপসাগরে যায়। মাছ ধরে ট্রলার নিয়ে উপকূলের ঘাটে ফেরার পথে বাকখালীর মোহনায় পৌঁছলে প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়, তখন কামাল হোসেন প্রচন্ড ঢেউ আর তীব্র স্রোতে পানির নিচে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যার দিকে তার লাশ কক্সবাজারের উখিয়ার সোনার পাড়া লেজু খালী পয়েন্টে  স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা গিয়ে  লাশ সনাক্ত করে বাড়ী নিয়ে আসে। নিহত জেলে কামাল হোসেনের ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে। কামালের মৃত্যুতে পরিবারে শোকের মাতমের পাশাপাশি এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর