আজ ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: সাতকানিয়ায় ব্যবসায়ীর ওপর দুবৃত্তদের হামলা

সাতকানিয়ায় ছিনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করে মাথা ফাটলো নবী হোসেনের


সাতকানিয়া প্রতিনিধিঃ সাতকানিয়ায় ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদ করায় এক ব্যবসায়ীর ওপর হামলা করেছে দুবৃর্ত্তরা। আহত ব্যবসায়ীর নাম মো. নবী হোসেন। সে ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে ও স্থানীয় মুদির দোকানদার। রবিবার (২ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ ঢেমশার মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, (১ জুন) শনিবার রাত সাড়ে ৭টার দিকে কেরানিহাট সিটি সেন্টারের সামনে থেকে আয়াত উল্যাহ ও কায়েস নামের দুই নির্মাণ শ্রমিককে নুরুল ইসলাম মিয়া ও মো. শাকিলের নেতৃত্বে ৪/৫ যুবক ধরে ভবনের তৃতীয় তলায় নির্জন স্থানে তোলেন। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে দুটি মোবাইল ও দুটি হাত ঘড়ি ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইয়ের বিষয়টি আয়াত তাদের ঘনিষ্ঠজনদের জানালে রোববার সকালে কেরানীহাটের পশ্চিমে মাইজপাড়া এলাকায় স্থানীয় ব্যবসায়ী নবী হোসেনসহ কয়েক মিলে ঘটনায় জড়িতদের বাড়িতে গিয়ে ছিনতাই করা মোবাইল ও হাত ঘড়ি ফেরত দিতে বলেন। এসময় নবী হোসেন যুবকদের ছিনতাইসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাইজপাড়া এলাকায় রোববার দুপুরে ব্যবসায়ী নবী হোসেনের উপর হামলা চালান। এতে মাথা ফেটে নবী গুরুতর আহত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এঘটনায় নবী হোসেন বাদী হয়ে ঘটনায় নুরুল ইসলাম মিয়া ও মোঃ রায়হানসহ জড়িতদের আসামি করে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মামুন বলেন, নির্মাণ শ্রমিককের মোবাইল ছিনতাইয়ের বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। ছিনতাইকারীর হাতে যুবক আহত হওয়ার খবর জানি না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর