Uncategorized

দোহাজারী পৌরসভা নির্বাচনঃ ৯০ প্রার্থীর মধ্যে ১মেয়র ও ২১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই-বাছাইয়ে ১ মেয়র প্রার্থী ও ২১ জন কাউন্সিলর প্রার্থী ‘অযোগ্য’ বলে বিবেচিত হয়েছেন। নির্বাচনের মাঠে লড়াইয়ে ৬৮ জন প্রার্থী টিকে আছেন।

সোমবার (১৯ জুন) দুপুরে চন্দনাইশ উপজেলা ভিডিও কনফারেন্স রুমে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ২২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। তবে, বাতিল হওয়া প্রার্থীরা ২০ থেকে ২২ জুনের মধ্যে প্রার্থিতা ফিরে পেতে আবেদন (আপিল) করতে পারবেন।

দোহাজারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ্ আল নোমান বেগের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে হলফনামায় তথ্য গোপন করায় অবৈধ (বাতিল) ঘোষণা করা হয়।

এদিকে, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও নির্বাচনে অংশগ্রহণ করতে যোগ্যতা অর্জন করতে পারেনি তিন জন নারী কাউন্সিলর প্রার্থী। ফলে সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ভোটযুদ্ধে টিকে আছেন ১৫ জন নারী কাউন্সিলর প্রার্থী।

অপরদিকে, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ১৮ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। ফলে এ পদে টিকে আছেন ৫১ জন প্রার্থী।

২২ জন প্রার্থীর মনোনয়ন বাতিলের তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও দোহাজারী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাঃ জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, ‘বিভিন্ন কারণে আমরা ২২ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছি। তবে প্রার্থীরা চাইলে এ ব্যাপারে আগামী তিন কার্যদিবসের মধ্যে আপিল করতে পারেন।’

তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৫ জুন এবং প্রতীক বরাদ্দ ২৬ জুন। ১৭ জুলাই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ৩৩ হাজার ৫৮৬ জন। তন্মধ্যে নারী ভোটার ১৫ হাজার ৮৫৬ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৭৩০ জন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৯ জানুয়ারি জাতীয় প্রশাসনিক সংস্কার কমিটির (নিকার) সভায় অনুমোদন দিয়ে দোহাজারী ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করে সরকারি গেজেট বা পরিপত্র জারি করা হয়। একই বছর ১১ মে মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ থেকে পরিপত্র জারির মাধ্যমে পৌরসভা বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

২০১৭ সাল থেকে পদাধিকার বলে দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। পৌরসভা ঘোষণার প্রায় ছয় বছর পর এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৭ জুলাই।


Related posts

আইআইইউসি’তে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

Chatgarsangbad.net

আন্দোলনকারী শিক্ষার্থীদের ৮ বার্তা দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Md Maruf

টাকার জন্য চা দোকানিকে জবাই করে হত্যা, গ্রেপ্তার ১

Chatgarsangbad.net

Leave a Comment