সৌদি আরবের মান্যবর রাষ্ট্রদূতের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এ আগমনে মান্যবর রাষ্ট্রদূতের সম্মানে আইআইইউসির পক্ষ থেকে চট্টগ্রাম শহরের রেডিসন ব্লু-হোটেলে ১৮ জুন (রোববার) নৈশ ভোজের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের মান্যবর রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান, সৌদি এ্যম্বেসির কনসোল জেনারেল মাজেদ সৌদ ডি আল সাঈফ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর মান্যবর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিল (ইঝজগ) এর চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী, দৈনিক পূর্বকোণের প্রকাশক ও পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, আইআইইউসির বোর্ড ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজ সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার ড. রশিদ আহমেদ চৌধুরী, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজ সদস্য ও মিডিয়া, প্রেস, পাবলিকেশন এন্ড এডভারটাইজম্যান্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজ সদস্য প্রফেসর ড. ফসিউল আলম, আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার।
এসময় সৌদি আরবের মান্যবর রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের শুধু ওমরাহ, হজ্জ বা ভিসার সম্পর্ক নয়। এ সম্পর্ক আত্মিক, মানবিক, সামজিক, ধর্মীয়, রাষ্ট্রীয় ও ঐতিহ্যগত সম্পর্ক। যা ভবিষ্যতেও অটুট থাকবে। সৌদি আরবে বাঙ্গালীদের ব্যাপক কর্মসংস্থান ও প্রচুর বৈদেশিক মূদ্রা অর্জনের সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশের ব্যাপক উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ সম্ভাবনার কথা উল্লেখ করেন।
তিনি আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ভূয়সী প্রশংসা করে বলেন, প্রফেসর ড. আবু রেজা নদভী এমপি একজন জ্ঞানী ও প্রজ্ঞাবান মানুষ। তিনি সৌদি আরবের একজন প্রকৃত বন্ধু। তিনি সৌদি আরব ও বাংলাদেশের কূটনৈতিক, অর্থনৈতিক সম্পর্ক ও যোগাযোগের ক্ষেত্রে সবসময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর সার্বিক প্রচেষ্টায় সৌদি আরবের সাথে বাংলাদেশের অর্থনৈতিক, কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্কের আরও অগ্রগতির আশা ব্যক্ত করেন। উপস্থিত ড. আবু রেজা নদভী এমপি সহ চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সৌদি রাষ্ট্রদূতের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে উন্নিতকরণের যে পরিকল্পনা সেসব বিষয়ে আলোকপাত করেন। এসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply