আজ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন


সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সাতকানিয়া উপজেলা শিক্ষা অফিসের সহায়তায় ১৯ জুন সোমবার সকাল ১১ টায় সাতকানিয়ার সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপন কর্মসূচি অনু্ষ্ঠিত হয়। এতে পর্যায়ক্রমে ৫ লক্ষ চারা গাছ লাগানো হচ্ছে। প্রাথমিক পর্যায়ে সাতকানিয়ার সকল প্রাথমিক বিদ্যালয়ে ৩০ হাজার গাছ লাগানো হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরা চাটগাঁর সংবাদকে বলেন, সাতকানিয়া উপজেলায় পর্যায়ক্রমে ৫ লক্ষ গাছ লাগানো হচ্ছে। সাতকানিয়ার সকল প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানো হচ্ছে।

বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ গোলাম মাহবুব,  সহকারী উপজেলা শিক্ষা অফিসার মীর কাশেদুল হক,  বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া পৌরসভা শাখার সভাপতি ও সাতকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, ছমদর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার ধর, দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ফরহাদুল ইসলাম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর