আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে উত্তর জেলা যুবদলের লিফলেট বিতরণ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে লিফলেট বিতরণ


অনলাইন ডেস্কঃ বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রামে লিফলেট বিতরণ করেছে উত্তর জেলা যুবদল। শনিবার (৯ মার্চ) নগরীর কাজীর দেওড়ি মোড়ে সাধারণ জনগণের মাঝে এ লিফলেট বিতরণ করে গণসংযোগ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।

আরও পড়ুন রোজার আগেই বাজার ঊর্ধ্বমুখী

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মুরাদ চৌধুরী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির কারনে জণগণের নাভিশ্বাস উঠে গেছে, পবিত্র রমজান মাসে পৃথিবীর সকল মুসলিম দেশে ইফতার ও সেহরি সামগ্রীর দাম কমলেও বাংলাদেশের বাজার অস্থির থাকে, সরকার দলীয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটসহ রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারনে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে।

এসময়ে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা, ফজলুল করিম চৌধুরী, শাকিল চৌধুরী, নাজিম উদ্দীন আকবর, এম শাহজান শাহিল, মনিরুল ইসলাম মাহি, হাসান চৌধুরী দিপু, কাজী লোকমান, একে সাইফুল আমিন, মো: মাহিন, আমিন রসুলসহ নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর