আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় জাগো হিন্দু পরিষদের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক

রাঙ্গুনিয়ায় জাগো হিন্দু পরিষদের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। জাগো হিন্দু পরিষদ রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি প্রনীল মালাকারের সভাপতিত্বে এবং জগদীশ দেবনাথ পূজনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা মিলন শর্মা। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ স্বামী সনাতন ঋষি মহারাজ,প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিতাই দেবনাথ ।

বিশেষ অতিথি ছিলেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি সুব্রত দাশ আকাশ, সাধারণ সম্পাদক টিটু শীল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অমিত পারিয়াল, কাতার শাখার উপদেষ্টা দিলীপ কান্তি শীল, সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক পলাশ দেবনাথ, মালেশিয়া শাখার আহবায়ক জনি সুশীল, রাঙ্গুনিয়া উপজেলার উপদেষ্টা ঝুলন দত্ত, সহ-সাধারন সম্পাদকঃ সুভাষ শীল, শান্তুনো বিশ্বাস,সবুজ নাথ প্রমুখ

গুণীজন ও সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রবীর কান্তি নাথ , অঞ্জন বৈদ্য, প্রধান শিক্ষক, রাধে শ্যাম দেব নাথ,মনোতোষ শীল, রিক্তা সেন, আশীষ কুমার দে,রতন কান্তি শীল, আশীষ কান্তি চৌধুরী,পরিমল কান্তি সাহা প্রমুখ।

এছাড়াও জাগো হিন্দু পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা অন্তর্ভুক্ত সকল ইউনিয়ন ও প্রবাসী ফোরাম কমিটির সকল শাখাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে ২৫০ জন গরিব অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ ও ৫০ জন শিক্ষার্থীদের মাঝে গাইড উপহার দেয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর