আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


বিশেষ প্রতিনিধিঃ

কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে চন্দনাইশে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গ সংগঠন ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত ২২ আগস্ট (সোমবার) বিকেলে উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি চন্দনাইশ সদর এলাকা প্রদক্ষিণ শেষে চন্দনাইশ সদরস্থ বিএনপি কার্যালয়ের সম্মুখে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নুরুল আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল, বিএনপি নেতা যথাক্রমে আপেল উদ্দিন, মাহাদুর রহমান মাহাদু, মাসুদুর রহমান, জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, মোশাররফ হোসেন, নেসার উদ্দিন, নুরুল হুদা বাবর, মো. সেলিম উদ্দিনসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদলের নেতৃবৃন্দ।

এদিকে কেন্দ্রীয় বিএনপি নেতা ডা. মহসিনের সমর্থন গ্রুপের বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বদুরপাড়া থেকে শুরু হয়ে পুরাতন কলেজ গেইট চত্বরে এসে সেখানে তাৎক্ষনিক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা যথাক্রমে সালাহ উদ্দিন, এড. আমিনুল ইসলাম চৌধুরী, মোরশেদুল আলম মিন্টু, শাহ আলম, মাহাবুবুল আলম, জসিম উদ্দিন, মোরশেদুল আলম, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।

অপরদিকে চন্দনাইশ সদরে আ’লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে বিএনপির মিছিলে বাঁধা প্রদান করে তাৎক্ষনিক চন্দনাইশ সদরে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দরা প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে।

এতে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, মোজাফফর আহমদ চৌধুরী, এম. সিরাজুল ইসলাম চৌধুরী, আমির হোসেন চৌধুরী, আবিদুর ইসলাম চৌধুরী, মিজানুর রহমান, আবু মোহাম্মদ সেলিম, জাবেদ ইকবাল কাজেমী, বাহা উদ্দিন হৃদয়, আবু শাহাদাত, নঈম উদ্দিন, এসএম আবরার, তছলিম, সরওয়ার, মো. সায়েম, রাকিব, শামিম, রবিন, হাসান, উজ্জল, শাওন প্রমুখ।

পাল্টা-পাল্টি মিছিল ও সমাবেশের কারণে চন্দনাইশ পৌর এলাকা কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে উঠে। এসময় পুলিশ উভয়পক্ষকে শান্তভাবে কর্মসূচী পালনের নির্দেশ দেন। ফলে কোন ধরনের বিশৃংখল ঘটনা ঘটেনি। তবে মুহুর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর