আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: নারী উদ্যোক্তা উন্নয়নে সিডাব্লিউসিআইয়ের প্রশিক্ষণ

নারী উদ্যোক্তা উন্নয়নে চট্টগ্রামে এসএমই ফাউন্ডেশনের সহযোগীতায় সিডাব্লিউসিআইয়ের প্রশিক্ষণ


অনলাইন ডেস্কঃ নারী উদ্যোক্তা উন্নয়নে চট্টগ্রামে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই) সহযোগীতায় ৩০জন নারীকে প্রশিক্ষণ দিচ্ছে চিটাগাং ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডাব্লিউসিআই)।

নগরীর দেওয়ানহাটে রবিবার (২৮ জানুয়ারি) পাঁচদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ‘ব্লক-বাটিক এন্ড হ্যান্ড পেইন্ট’ বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করছে সিডাব্লিউসিআই।

আরও পড়ুন জাতীয় উৎপাদনশীলতার মহাপরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসনে সেমিনার

প্রসঙ্গত, নারী উদ্যোক্তা উন্নয়নে সম্প্রতি ৭ বছর মেয়াদী কৌশলপত্র তৈরি করেছে বাংলাদেশের এসএমই ফাউন্ডেশন ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয়-বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের (ইউএনএসকাপ)। মোট ১০টি ক্ষেত্রে সহায়তার পরামর্শ দেওয়া হয়েছে কৌশলপত্রে।

প্রাতিষ্ঠানিক ও নীতি সহায়তা, মানবসম্পদ উন্নয়ন, নেটওয়ার্ক উন্নয়ন, নারীর সম্ভাবনা কাজে লাগানো, অর্থায়ন বাড়ানো, বাজার সংযোগ, ডিজিটাল ও আইসিটি উন্নয়ন, সঠিক ডাটা ও জ্ঞানের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়ানো এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ- এই ১০টি ক্ষেত্রে সহায়তা বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সমীক্ষা-২০১৩ অনুযায়ী দেশের ৭৮ লাখের বেশি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৭ দশমিক ২ শতাংশ নারী উদ্যোক্তা। তবে শ্রমে নারীর অংশগ্রহণ শতকরা ৩৬ ভাগের বেশি। এই হার ৪৫ ভাগের উন্নীত করা গেলে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি শতকরা ২ ভাগ বেশি হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর