আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা ভাইরাস

হঠাৎ আশংকাজনকহারে করোনা সংক্রমণ বেড়েছে চট্টগ্রামে, একদিনে আক্রান্ত ২৫


কিছুুদন ধরে সংক্রমণ হার কমলেও হঠাৎ করে ফের আশংকাজনকহারে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে চট্টগ্রামে। গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের দেহে ভাইরাসটির জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১৭.৯৮ শতাংশ। আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন সূত্র জানায়, চট্টগ্রামের ৮টি ল্যাবে ১৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্ত ১১ জন নগরের এবং ১৪ জন উপজেলার বাসিন্দা। এসময়ে করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

উপজেলায় আক্রান্তদের মধ্যে আনোয়ারার ৩ জন, বোয়ালখালীর ১ জন, রাউজানের ২ জন, হাটহাজারীর ৪ জন ও মীরসরাইয়ের বাসিন্দা ৪ জন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৯৫৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরে ৯৪ হাজার ১১ জন এবং ৩৪ হাজার ৯৪৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর