চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশের বরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. বিমল তালুকদার ১৫ আগস্ট ২০২২, সোমবার বেলা ১১টায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা, নাতি, নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম- ১৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌরসভা মেয়র আলহাজ্ব মু. মাহাবুবুল আলম খোকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক লেখক-গবেষক ও নাট্যকার অভীক ওসমান, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু, বরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম টিটু, সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, বরমা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ইতিহাস গবেষক ও লেখক সোহেল মো. ফখরুদ-দীন, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এড. দেলোয়ার হোসেন, সেক্রেটারি এস এম মহিউদ্দীন, বরমা প্রেসক্লাব সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব আচার্য্য, দোহাজারী প্রেসক্লাব সভাপতি এম এ রাজ্জাজ রাজ, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বাবলু, বরমা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শহিদুল আজম কাজমী, সাধারণ গাজী মো. সালাউদ্দীন ৭নং মাইগাতা ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাখাওয়াত হোসেন টিপু, বরমা ব্লাড ব্যাংকের এডমিন ইমদাদুল হাসান সুজন, দেশপ্রিয় খেলাঘর আসরের সহ-সভাপতি সুবল দেব, সাধারণ সম্পাদক সুজন বিশ্বাস প্রমুখ গভীর শোক প্রকাশ করে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি ও সদাগতি কামনা করেন।
তাঁরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
Leave a Reply