আজ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশের ৪ এইচএসসি-আলিম পরীক্ষাকেন্দ্রে অনুপস্থিত ৩২ পরীক্ষার্থী


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

২০২৪ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা ৩০ জুন রোববার শুরু হয়েছে। চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড- চট্টগ্রাম’র অধীনে ২টি, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড-ঢাকা’র অধীনে ১টি ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড-ঢাকা’র অধীনে ১টি পরীক্ষাকেন্দ্র রয়েছে।

জানা যায়, চট্টগ্রাম বোর্ডের অধীনে ৪০ জুন বাংলা প্রথমপত্র পরীক্ষায় চন্দনাইশ -১ (গাছবাড়িয়া সরকারি কলেজ) কেন্দ্রে ১০৯৩ জনের ১০৮০ জন পরীক্ষার্থী অংশ নেয়, অনুপস্থিত ছিল ১৩ জন।

চন্দনাইশ- ২ (বরমা ডিগ্রি কলেজ) কেন্দ্রে ৪৩৯ জনের মধ্যে ৪৩৬ জন পরীক্ষা দেয়। অনুপস্থিত ৩ জন। মাদরাসা বোর্ডের অধীনে চন্দনাইশ (জোয়ারা মাদরাসা) আলিম পরীক্ষাকেন্দ্রে ২০৯ জনের অনুপস্থিত ছিল ৬ জন পরীক্ষার্থী, পরীক্ষায় অংশ গ্রহণ করে ২০৩ জন। কারিগরি বোর্ডের দোহাজারী/ চন্দনাইশ (আমানত ছফা- বদরুন্নেছা মহিলা কলেজ) এইচএসসি (বিএম/বিএমটি/ভোকেশনাল/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষা কেন্দ্রে (একাদশ ও দ্বাদশ শ্রেণির) ৪৮৪ জনের মধ্যে অনুপস্থিত ছিল ১০ জন, পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪৭৪ জন। অর্থাৎ পরীক্ষার প্রথম দিনে চন্দনাইশে ৩টি শিক্ষাবোর্ডের ৪ কেন্দ্রে ২২২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২ অনুপস্থিত ছিল।

পরীক্ষায় অংশ নেয় ২১৯৩ জন পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট বোর্ডের ভিজিলেন্স টিম এবং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষে প্রতিকেন্দ্রে একজন করে সংযুক্ত কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর