আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

‘শিক্ষার্থীদের জন্য সময়োপযুগী সিদ্ধান্ত নিবে সিআইইউ’


গুণগত শিক্ষা নিশ্চিত করতে চিটাগং সময়োপযুগী সব ধরণের সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) বোর্ড অব ট্রাস্ট্রির (বিওটি) চেয়ারম্যান তোহিদ সামাদ। আজ রবিবার (১৮ ডিসেম্বর) জামাল খান ক্যাম্পাসে অনুষ্ঠিত সিআইইউর ১৩তম বোর্ড অব ট্রাস্টির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নতুন বছরের শুরু থেকেই চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা আরোও একধাপ বাড়ানো হচ্ছে।

তোহিদ সামাদ আরো বলেন, ‘পথ চলাতে শঙ্কা আর চ্যালেঞ্জ দুটোই থাকবে। অতীতে করোনার মতো দুর্যোগেও শিক্ষার্থীদের পাশে ছিল সিআইইউ, আগামী দিনেও গুণগত শিক্ষা নিশ্চিত করতে সময়োপযুগী সব ধরণের সিদ্ধান্ত নিবে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি।’

সভায় শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সিলেবাস, স্কলারশীপ, সেমিস্টার পদ্ধতিসহ নানা বিষয় নিয়েও আলোচনা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্ট্রির সদস্য মো. আমিনুজ্জামান ভূঁইয়া, হেফাজাতুর রহমান, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, এ এইচ এম চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক, লুৎফে এম আইয়ুব, সাফিয়া গাজী রহমান, মো. আমিন হেলালী, ইসমাঈল দোভাষ, মির্জা সালমান ইস্পাহানি, আমিনুর রেজা খান, ড. মাহফুজুল হক চৌধুরী, বোর্ড অব ট্রাস্টির সচিব রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর