আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে জয়িতা সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উপলক্ষ্যে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির আওতায় চন্দনাইশ উপজেলা পর্যায়ে “জয়িতা” সংবর্ধনা অনুষ্ঠান ৯ ডিসেম্বর শুক্রবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। সঞ্চালনা করেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শাপলা খাতুন।

বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির, সৌরিতা জাগ্রত মহিলা সমিতির সভাপতি সঞ্চিতা বড়ুয়া, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সৈয়দ শিবলী ছাদেক কফিল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আয়ুব খান, প্রাণিসম্পদ মাঠ সুপারভাইজার কনক বড়ুয়া, সাংবাদিক মো. নুরুল আলম, সাংবাদিক মোহাম্মদ আবু তাহের, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী সুমন বিকাশ দে, প্রশিক্ষক সাকী আকতার, প্রশিক্ষক মৌসুমী দাশ, ছোটন বড়ুয়া প্রমুখ।

নির্ধারিত ৫ ক্যাটাগরীতে চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫জন নারী নির্বাচন করে এ অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয়। নির্বাচিত জয়িতারা হলেন- ১.মালেকা মন্নান (নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী), ২.নুর জাহান বেগম (সফল জননী), ৩.সুমাইয়া আফরোজা রিচি (অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী), ৪.মুক্তা আক্তার (শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী) ৫.নাছরিন জাহান (সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী)।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর