নিজস্ব প্রতিবেদক
বুধবার (২২ মার্চ) ওসমানিয়া গ্লাস সীট ফ্যাক্টরির সামনে জাতীয় শ্রমিক লীগ চান্দগাঁও থানা শাখার উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুরঘাট শিল্পাঞ্চল শাখা জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি এস এম আলী আকবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁন্দগাও থানা শাখা জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি মোঃ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কালুরঘাট শিল্পাঞ্চল শাখার কার্যকরী সভাপতি এস এম আনোয়ার মির্জা, সহ সভাপতি আখতারুজ্জামান, সহ-সভাপতি গোলজার হোসেন নয়ন, চান্দগাঁও থানা শাখা জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ নেসার উল্লাহ, সহ-সভাপতি জহুরা বেগম, সহ-সভাপতি দিদারুল আলম নিজামি, আইন বিষয়ক সম্পাদক আনজুমানারা লুৎফা, সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক সিরাজাম নূর, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল আহমেদ, শ্রমিক লীগ নেতা মোঃ আঃ মান্নান টিটু,মোঃ হান্নান, মোঃ হারুন অর রশিদ, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সালাম, মোঃ বাবুল ফরাজি, এবং অত্র অঞ্চলের শ্রমিক বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে ছিলেন মোঃ ইমরান সুমন। ইফতার সামগ্রী বিতরণ শেষে অনুষ্ঠানের সভাপতি মোঃ জামাল উদ্দিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply