আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সামনে যত চ্যালেঞ্জ


অনলাইন ডেস্কঃ সদ্যসমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন মন্ত্রীসভার শপথ অনুষ্ঠিত হবে আজ। সরকার গঠন শেষে অতীতের মতো ভবিষ্যতেও মোকাবেলা করতে হবে বেশ কিছু চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ‘এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে সরকারের গ্রহণযোগ্যতা যেমন বৃদ্ধি পাবে তেমনি বাড়বে জনপ্রিয়তা।’

চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে-মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, স্বাস্থ্য খাতে নেতিবাচক পরিস্থিতি মোকাবেলা, রিজার্ভ সংকট (আইএমএফ এর শর্ত), ডলারের দাম নিয়ন্ত্রণ, রাজনৈতিক অস্থিরতা মোকাবেলা। এছাড়া নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চ্যালেঞ্জ তো রয়েছেই। এবারের ইশতেহারে গত ১৫ বছর ধরে রাষ্ট্রপরিচালনাকারী ক্ষমতাসীন আ.লীগ রূপকল্প-২০২১ এর ধারাবাহিকতায় রূপকল্প-২০৪১ এর কর্মসূচিতে জনগণের মৌলিক অধিকার রক্ষা ও সেবা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মোপযোগী শিক্ষা ও কর্মসংস্থান; আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ; লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষিব্যবস্থা; যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি; দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো; ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি; নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা; সর্বজনীন পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করা; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করা; সাম্প্রদায়িকতা এবং সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা; সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানোর প্রতিশ্রুতি বাস্তবায়নেও রয়েছে চ্যালেঞ্জ।

আরও পড়ুন বিশ্বব্যাংকের পূর্বাভাসে দু:সংবাদ

বাংলাদেশের সাধারণ মানুষের সাথে এখন রাজনৈতিক প্রসঙ্গে আলাপ করতে চাইলে তারা এককথায় জানান, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ¦গতির সাথে মানুষের আয়ের সঙ্গতি নেই। গণমানুষের সমর্থন পেতে হলে প্রথমেই এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’ ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে মূল্যস্ফীতি সরকারি হিসেবেই ৮ শতাংশের ওপরে, বাস্তবিক অর্থে বাজারের চিত্র দেখলে সেটা আরও বেশি হতে পারে। সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হলেও মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তির ছাপ এখনো তেমন নেই।

আ.লীগের মাঠ পর্যায়ের অনেক নেতা-কর্মী মনে করেন, নির্বাচনের প্রাক্কালে অনিশ্চয়তা ও রাজনৈতিক অস্থিরতার কারনে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা খানিকটা ভেঙ্গে পড়লেও খুব শিগগিরই এটি কঠোর পদক্ষেপে দমন করা হবে।

এ প্রসঙ্গে আলাপকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান চাটগাঁর সংবাদকে বলেন, ‘বৈশি^ক যুদ্ধ পরিস্থিতি ও জলবায়ু অভিঘাতের ফলে বিরুপ প্রভাব পড়েছে দেশের অর্থনীতি ও বাজার পরিস্থিতিতে। সামনে এ ধরনের বেশকিছু চ্যালেঞ্জ আ. লীগকে মোকাবেলা করতে হবে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দ্বারা সম্ভব। খুব শিগগিরই এসব প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আমি মনে করি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর