হাটহাজারী প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট হবে হাটহাজারীতে। ইতোমধ্যে নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের প্রচারণা চলছে তুমুলভাবে। এবার এ উপজেলায় সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান পদে। কারণ এ পদের জন্য আগ্রহী তিন প্রার্থীই বাংলাদেশ আওয়ামী লীগের অভিজ্ঞ রাজনীতিবিদ। তাদের মধ্যে সদ্য সমাপ্ত মেয়াদের চেয়ারম্যান উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম লড়ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরীর প্রতীক আনারস এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান লড়ছেন ঘোড়া প্রতীক নিয়ে।
স্থানীয়রা বলছেন, চেয়ারম্যান পদপ্রার্থী তিনজনের মধ্যে জনসমর্থনে কেউ কারো চেয়ে কম নন। তাই ভোটের আগে বলা যাচ্ছে না এবার হাটহাজারীর কাণ্ডারী কে হচ্ছেন।
এবার পুরুষ ভাইস চেয়ারম্যান পদেও তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন এ উপজেলার ভোটাররা। পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে অশোক কুমার নাথের প্রতীক তালা , এম এ খালেদ চৌধুরীর বৈদ্যুতিক বাল্ব, ব্যারিষ্টার আশরাফ উদ্দীন জীবনের টিউবওয়েল এবং নুরুল আবছার প্রতিদ্বন্দ্বিতা করছেন চশমা প্রতীক নিয়ে।
আরও পড়ুন হাটহাজারীতে সড়ক উন্নয়ন: রড ছাড়াই আরসিসি ঢালাই!
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদেও উপজেলাটিতে হবে হাড্ডাাহাড্ডি লড়াই। মফস্বলের নারী নেত্রী হিসাবে এ উপজেলায় বর্তমানে দু’জনের নাম বেশ চর্চিত হচ্ছে। তারা হলেন বিবি ফাতেমা শিল্পী ও মোক্তার বেগম মুক্তা। শিল্পী লড়ছেন প্রজাপতি প্রতীক নিয়ে আর মুক্তার প্রতীক কলস। এছাড়া আরো দু’জন প্রার্থী রয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য। তারা হলেন, সাজেদা বেগম (ফুটবল) ও মোছা. শারমীন আক্তার (হাঁস)।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, হাটহাজারীতে নির্বাচনের দিন যাতে কোনো সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয় সেজন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসন থেকে নিবার্চনী আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থীদের হুশিয়ার করা হয়েছে।
উল্লেখ্য, হাটহাজারীতে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩লাখ ৫৭হাজার ৪৪৮জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৬ হাজার ৬৪৩ জন ও মহিলা ১ লাখ ৭০ হাজার ৮০৫ জন। ১০৬টি কেন্দ্রের স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ৯৭৩টি কক্ষে ভোগ গ্রহণ করা হবে।
Leave a Reply