চট্টগ্রাম

আইআইইউসিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


বৃহস্পতিবার (১২ জুলাই) আইআইইউসি টেলিকম ক্লাব এবং ইটিই ক্যারিয়ার ফোরাম এর যৌথ উদ্যোগে এক্সাবাইট লিমিটেড নামক আইআইজি কোম্পানির পক্ষ থেকে ক্যাম্পাস রিক্রুটমেন্ট এবং ক্যারিয়ার বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সম্মানিত ডীন ড. মো. শামিমুল হক চৌধুরী। ডিপার্টমেন্ট অব ইটিই এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ জাহিদুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন আইআইইউসি টেলিকম ক্লাবের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল গফুর, আইআইইউসি ইটিই ক্যারিয়ার ফোরামের সমন্বয়ক মোঃ মোস্তফা আমির ফয়সল সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। সেমিনারটির মূল বক্তব্য উপস্থাপন করেন এক্সাবাইট লিমিটেড কোম্পানির বিক্রয় বিভাগের প্রধান মোহাম্মদ তানভির হায়দার।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো আইআইইউসি’র ইটিই ডিপার্টমেন্ট এর গ্র্যাজুয়েট দের জন্য ক্যাম্পাসে জব রিক্রুইটমেন্ট এর ব্যাবস্থা করা। এক্সাবাইট লিমিটেডের পক্ষ থেকে ক্যাম্পাসে এই ইন্টারভিউ পরিচালনা করা হয়। পরবর্তীতে তারা ইটিই গ্র্যাজুয়েটদের দক্ষতা এবং গুনমানের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন এবং কিছুদিনের মাঝেই বেশ কিছু ছাত্র তাদের কোম্পানিতে যোগদানের আমন্ত্রণ পাবেন বলে আশা প্রকাশ করেন। সেমিনারের মূল বক্তব্যে মোহাম্মদ তানভির হায়দার আইআইজি এবং আইএসপিতে ক্যারিয়ারের স্বরূপ তুলে ধরেন।

এতে তিনি বাস্তবতার দৃষ্টিকোণ হতে কোন ধরণের বৈশিষ্ট্যসম্পন্ন ছাত্রগণ এই ক্যারিয়ারের উপযোগী এবং তারা কিভাবে শিক্ষানবিশ অবস্থায় তাদের নিজেদের প্রস্তুত করবেন এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপণ করেন। অতিথি হিসেবে অনুভূতি ব্যক্ত করেন ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন ড. মো শামীমুল হক চৌধুরী ব্যতিক্রমধর্মী এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এরকম প্রোগ্রাম আরও অধিকহারে আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ইটিই ডিপার্টমেন্টের শিক্ষার্থীগণ স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশগ্রহণ করেন এবং আইআইইউসি ইটিই ক্যারিয়ার ফোরামকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানায়। এর পাশাপাশি তারা ধারাবাহিক এরকম প্রোগ্রাম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। -প্রেস বিজ্ঞপ্তি


Related posts

রূপসী ঝরনায় গিয়ে প্রাণ গেল ২ পর্যটকের

Md Maruf

টপসয়েল কাটার অপরাধ: ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড

Chatgarsangbad.net

সাতকানিয়া মির্জাখীল ডিলারপাড়া সড়ক পরিদর্শন করেন সংসদ সদস্য এম এ মোতালেব

Chatgarsangbad.net

Leave a Comment