আজ ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: বণিক বার্তা থেকে সংগৃহীত

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের করপোরেট শাখার উন্নয়ন সম্মেলন


চাটগাঁর সংবাদ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ ও সিলেট জোন এবং চট্টগ্রামের দুটি করপোরেট শাখার অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন বৃহস্পতিবার (১৩ জুলাই) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জেকিউএম হাবিবুল্লাহ, এফসিএস ও মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন, মুহাম্মদ শাব্বির, মো. আকিজ উদ্দীন, কাজী মো. রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন এবং চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী।
সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান, জোনের অধীন শাখাগুলোর প্রধান এবং বিনিয়োগ ও ফরেন এক্সচেঞ্জ ইনচার্জরা অংশ নেন।

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর