আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিটিসিএল

ল্যান্ডফোনের আউটগোয়িংয়ে ভোগান্তি, রেক্টিফায়ার পরিবর্তন করছে বিটিসিএল


ল্যান্ডফোনে কল করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানির (বিটিসিএল) গ্রাহকরা। আজ শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে আউটগোয়িং কল বন্ধ রয়েছে।

সংস্থাটি সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও সেবাটি সচল করতে পারেনি। ফলে বিটিসিএলের ল্যান্ডফোন থেকে অন্য অপারেটরের ফোনে বিশেষ করে রবি ও গ্রামীণ নম্বরে কল যাচ্ছে না। এতে দিনভর ভোগান্তি পোহান গ্রাহকরা।

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে বিটিসিএল এক্সেস গেটওয়ের রেক্টিফায়ারে ত্রুটি দেখা দিয়েছে। তাই শনিবার সকাল থেকে বিটিসিএল-এর ফোনে আউট গোয়িং কল করা যাচ্ছে না।

তিনি জানান, রেক্টিফায়ার পরিবর্তনের কাজ চলছে। আশা করা যায় রাতের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর