আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি বিএনপির


অনলাইন ডেস্কঃ ডামি নির্বাচন, ডামি প্রার্থী, ডামি ভোটারের নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।

মঈন খান বলেন, অনেক কেন্দ্রে দেখা গেছে হাতে গোনা কয়েকটি ভোট পড়েছে। ভোটার বাড়াতে বিভিন্ন কৌশল নিয়েও কোনো ভাবে ভোটার উপস্থিতি করতে পারনি। এমনকি বিধবা ভাতা প্রাপ্ত মানুষ ও স্কুল শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে নিয়ে এসে উপস্থিতি বাড়ানোর চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, গতকালকের ভোট থেকে এটাই প্রমাণিত হয় যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অবিলম্বে এই নির্বাচন বাতিল করার দাবি জানাচ্ছি।

আরও পড়ুন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

তিনি বলেন, সরকার সার্চ কমিটির নামে দলীয় লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে। এই কমিশনের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

ভোট কেন্দ্রে ভোট যাই পড়ুক না কেন সেটা কোন বিষয় নয়। আগে থেকে যেটি নির্ধারণ করা সেটাই ঘোষণা করা হয়েছে বলো মন্তব্য করেন তিনি।

নির্বাচন বিষয়ে পর্যবেক্ষকদের মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, সরকারের নিয়ে আসা ডামি পর্যবেক্ষক বলেছেন বাংলাদেশের উত্তর কোরিয়া দিকে ধাবিত হচ্ছে। এতেই বোঝা যায় নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে। তাই জনগণের দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান তিনি।

মঈন খান বলেন, জনগণের দাবি আদায়ের রাজপথে ছিলাম, আছি, থাকবো। যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর