আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


 

মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
“মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানে মাদক, জঙ্গিবাদ সহ বিভিন্ন অপরাধ দমনে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে শুক্রবার (৩১ মার্চ) বিকালে হাজারী টাওয়ার ব্যবসায়ী সমিতি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কামরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ব্যবসায়ীদের অধিক মুনাফা না করে দ্রব্যমূল্য স্থিতিশীল রেখে মূল্য তালিকা প্রদর্শিত করে ব্যবসা পরিচালনা করতে হবে। রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। রমজানের পবিত্রতা রক্ষার্থে সমাজে মাদক, অসাধু ব্যবসায়ী, অসামজিক কার্যকলাপ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনে সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌর সদরের সড়ক যানজট মুক্ত রাখতে সকলকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহর ও যানবাহন শাখার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) কবির উদ্দিন সরকার, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এম. বাবর আলী ইনু, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, সহ-সভাপতি শাহ্ আলম মেম্বার, এস.এম জামাল উদ্দিন মেম্বার, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. লোকমান হাকিম, সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওসমান আলী।

এসময় উপস্থিত ছিলেন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ আলাউদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ নুর নবী, খানপ্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহিম বাদশা, হাজারী বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাদশা মিয়া, আবুল কাশেম লেদু ফাউন্ডেশন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ অভিভাবক সদস্য নুর মোহাম্মদ হোসেন, আ.লীগ নেতা মো. ইদ্রিস, হারুন-উর-রশীদ, কলিম উল্যাহ, বন্ধন বড়ুয়া, ওসমান আলী ভুট্টো, ব্যবসায়ী নেতা আলমগীর হোসেন, তৌহিদুল ইসলাম, শহিদুল আলম, পেঠান সওদাগর, মো. মামুন, মোবারক হোসেন, জাফর আলী, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর