আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ব্যাংক এশিয়ার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি


ব্যাংক এশিয়া লিমিটেডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব শফিকুল আযম, এশিয়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং ঊর্ধ্বতন নির্বাহীরা।

দিনব্যাপী রক্তদান কর্মসূচিতে ব্যাংকের কর্পোরেট অফিস ও বিভিন্ন শাখা থেকে ব্যাংক এশিয়া পরিবারের প্রায় ১০০ জন সদস্য আর্তমানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান করেন।

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর