আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ


অনলাইন ডেস্কঃ তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার ২৩৫ স্কোর লক্ষ্যটা বাংলাদেশের সামনে বড় ছিলো না। কিন্তু পরে ব্যাটিং করা বেশ কষ্টসাধ্য হবে, এমনটাই বলা হচ্ছিল পিচ নিয়ে। সেই পূর্বানুমান মিথ্যা প্রমাণ করে সহজে জিতেছে বাংলাদেশ, সিরিজটাও হাতছাড়া করেনি। ৫৮ বল বাকি থাকতেই শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ২-১ এ এই ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ।

সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামে অনুষ্ঠিত এ ম্যাচে সবচেয়ে বেশি তিন উইকেট নেন তাসকিন। দুটি পান মোস্তাফিজুর রহমান। ইনিংসের শেষ দিকে ক্র্যাম্প নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন বাঁহাতি পেসার। ফিল্ডিংয়ে এনামুলের সঙ্গে সংঘর্ষে আহত হন বদলি ফিল্ডার জাকের আলী অনিক। চার আটকাতে গিয়ে বিলবোর্ডের সঙ্গে সৌম্য সরকারের পায়ে আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা নিতে দেখা গেছে তাকে। এনামুলও চোট পেয়ে কিছুক্ষণের জন্য মাঠের বাইরে যান। এককথায়, ফিল্ডিংয়ে বেশ হতাশা নিয়ে দিনটি কেটেছে বাংলাদেশের।

আরও পড়ুন তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ লিটন

চট্টগ্রামের উইকেটে রান করা শ্রীলঙ্কার ব্যাটারদের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছলো। রানে গতি ছিলো না একদমই, উইকেটও পড়ছে নিয়মিত বিরতিতে। ৩১তম ওভারের শেষ বলে মেহেদী হাসান মিরাজ ফেরালেন দুনিথ ভেল্লালাগেকে। ১৯ রানের জুটি গড়েন তিনি জানিথ লিয়ানাগের সঙ্গে। ১৬তম বলে রানের খাতা খোলার দুই বল পর মাঠ ছাড়েন ভেল্লালাগে। দলীয় ১৩৬ রানে শ্রীলঙ্কার ৬ উইকেট পড়েছে।

সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে টসে হেরে আগে বোলিং করেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় দিয়ে শুরু করেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিতে সমতা ফেরায় শ্রীলঙ্কা। দুটি ম্যাচই হয়েছিলো ডে-নাইট।

শ্রীলঙ্কা ও বাংলাদেশের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের মধ্যে বড় ধরনের মিল রয়েছে। টি-টোয়েন্টিতেও শেষ ম্যাচ ছিলো সিরিজ নির্ধারণী, ওয়ানডে সিরিজও তাই। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তাই রূপ নিয়েছে ‘অলিখিত ফাইনালে’। শুধু এখানেই নয়, দুই ম্যাচেই ফল নিষ্পত্তিতে শিশিরের প্রভাব ছিলো। সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যারা জিতবে, তাদের হাতেই উঠবে শিরোপা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়, সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি স্পোর্টস।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর