বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে রাম নবমী উদযাপন পরিষদের আয়োজনে ১৭ এপ্রিল (বুধবার) সকাল ১১ টায় রহমতগঞ্জ বাংলা কলেজ এলাকার থেকে বর্ণাঢ্য র্যালী ও মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য র্যালীটি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
রাম নবমী উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির তিমির চৌধুরীর সভাপতিত্বে এবং চট্টগ্রাম জেলা ছাত্র মহাজোটের সভাপতি কৃষ্ণ পালের সঞ্চালনায় ধমীর্য় আলোচনা সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুনীল কান্তি দে। প্রধান বক্তা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত দাশ গুপ্ত। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলক প্রফেসর স্বপন চৌধুরী। উদ্বোধক ছিলেন জেলা কমিটির উপদেষ্টা কানু কুমার মজুমদার ও মহিলা কাউন্সিলর রুমকি সেন। ধমীর্য় আলোচক ছিলেন,চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক বলভদ্র অনুগা বাচ্চু, নিশান সরকার,টিপলু পাল। বিশেষ অতিথি ছিলেন, হিন্দু মহাজোট নগর কমিটির সভাপতি অনুপ সেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাম নবমী উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির তিমির চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রোহিত দাশ গুপ্ত (রাসেল),রুবেল দাশ,মিঠুন চৌধুরী, সত্য ধর, নয়ন চৌধুরী, ব্রক্ষানন্দ ধর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা কমিটি, চট্টগ্রাম জেলা ও মহানগর যুব মহাজোট, ছাত্র মহাজোট। পতেঙ্গা, কোতোয়ালী, চকবাজার ও আকবরশাহ থানা কমিটির নেতৃবৃন্দ।
Leave a Reply