আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সাংবাদিকদের সাথে বঙ্গবন্ধুর আত্মিক সম্পর্ক ছিলো: তথ্যমন্ত্রী


চাটগাঁর সংবাদ ডেস্ক: তথ্য ও সম্প্রচারন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকদের সাথে বঙ্গবন্ধুর শুধু ঘনিষ্ঠ বললে ভুল হবে, আত্মিক সম্পর্ক ছিলো। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) প্রকাশিত ‘সাংবাদিকের স্মৃতিভাষ্যে বঙ্গবন্ধু’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচনকালে তিনি এ কথা বলেন। গ্রন্থটির মোড়ক উম্মোচনে তার সাথে অংশ নেন পিআইবির গবেষক আকিল উজ জামান খান এবং পপি দেবী থাপা।

গ্রন্থটি প্রকাশের জন্য পিআইবিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু কিছুদিন সাংবাদিকতাও করেছেন। বঙ্গবন্ধু ব্যক্তিগতভাবে সাংবাদিকদের প্রায় সবাইকেই চিনতেন, তাঁদের ব্যক্তিগত খোঁজখবর রাখতেন। তাঁদের প্রয়োজনেও তিনি সাড়া দিতেন। বঙ্গবন্ধুর এই অসাধারণ গুণটি ছিলো। বঙ্গবন্ধুকে নিয়ে সেই বিদগ্ধ সাংবাদিকদের লেখনীর সংকলন এই বইটি আমরা যারা রাজনীতি করি তাদের জন্য তো বটেই যারা সাংবাদিকতার সাথে যুক্ত আছেন তাঁদের জন্যও অত্যন্ত উপযোগী।

এসময় উপস্থিত সাংবাদিকদের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করা কিছু প্রশ্নের জবাবও দিয়েছেন। তিনি বলেন, ‘সম্প্রতি ১৩টি দেশের রাষ্ট্রদূতরা যেভাবে বিবৃতি দিয়েছেন, রাজনৈতিক দলের মতো এমন জোটবদ্ধ হয়ে বিবৃতি দেয়া রাষ্ট্রদূতদের আচরণবিধির যে ভিয়েনা কনভেনশন আছে সেটির সুস্পষ্ট লঙ্ঘন। আমি বন্ধু রাষ্ট্রগুলোকে অনুরোধ জানাবো ভিয়েনা কনভেনশন মেনে চলার জন্য।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর