চন্দনাইশে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফুটবল টুর্না‌মেন্ট সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশ উপজেলায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান গোল্ডকাপ প্রাথ‌মিক বিদ‌্যালয় ফুটবল টুর্না‌মেন্ট ২০২৪ এবং বঙ্গমাতা শেখ ফ‌জিলাতু‌ন্নেছা মু‌জিব গোল্ডকাপ প্রাথ‌মিক বিদ‌্যালয় ফুটবল টুর্না‌মেন্ট ২০২৪ ফাইনাল ম্যাচের মাধ্যমে ১১ জুন মঙ্গলবার সম্পন্ন হয়েছে। পৌরসদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু (ছাত্রদের) ও বঙ্গমাতা (ছাত্রীদের) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু টুর্নামেন্টে ফাইনালে ম্যাচে হাছনদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যম্পিয়ন হয়। বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তর গাছবাড়িয়া বশরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে হাছনদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলাদু’টি উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এডভোকেট কামেলা খানম রূপা। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ, উপজেলা শিক্ষা কমিটির সদস্য সঞ্চিতা বড়ুয়া, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া ও পুলিশের এসআই মোস্তাফিজুর। অন্যদের মধ্যে উপস্থিত ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার, জীবন কানাই সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক সাংবাদিক এডভোকেট মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, টুর্নামেন্ট সমন্বয় কমিটির সদস্য প্রধান শিক্ষক মোহাম্মদ হাবীবুল্লাহ, প্রধান শিক্ষক আলহাজ্ব হোসেন সোহরাওয়ার্দী, প্রধান শিক্ষক আবদুল মান্নান আজাদ, প্রধান শিক্ষক ফরমান উল্লাহ, সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. নাজিম উদ্দীন, সেক্রেটারি কামরুল হাসান চৌধুরী, শিক্ষক কামরুল ইসলাম, মাহবুবুল আলম, সুমন সরকার, ফুটবলার মোজাম্মেল হক প্রমুখ। ধারাভাষ্যকার ছিলেন আবদুল মান্নান আজাদ, উৎপল চৌধুরী ও কে এম আমিনুল ইসলাম। খেলার পরিচালক (রেফারি) ছিলেন ফরিদুল ইসলাম ও নুরুল আমিন।


Related posts

খুন করে ২০ বছর আত্মগোপনে, অবশেষে গ্রেফতার

Chatgarsangbad.net

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন চাটগাঁর সংবাদের সহ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ

Chatgarsangbad.net

চন্দনাইশে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Chatgarsangbad.net

Leave a Comment