আজ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

খুন করে ২০ বছর আত্মগোপনে, অবশেষে গ্রেফতার


দীর্ঘ ২০ বছর আত্মগোপনে থাকার পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুরুল আলম (৭০) গ্রেফতার করেছে র‌্যাব-৭। বুধবার (১৯ জুলাই) নগরের ডবলমুরিং থানার বেপারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হলেও বৃহস্পতিবার (২০ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে জানায় র‌্যাব।

র‌্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক নূরুল আবছার বলেন, ১৯৮৯ সালে ফটিকছড়ি থানার ফতেহবাদ এলাকায় বাড়ির সামনে রাস্তা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আসামি মো. নুরুল আলম একজনের ঘাড়ে রামদার কোপ দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০০৪ সালের ১৯ মে আসামি মো. নুরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দেন।

তিনি আরও বলেন, এ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নুরুল আলমকে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার নগরের ডবলমুরিং থানার বেপারীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে দীর্ঘ ২০ বছর নানা পরিচয়ে আত্মগোপনে ছিলেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর