আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

এবার ঈদে চট্টগ্রাম থেকে দূরপাল্লায় চলবে বিআরটিসির অতিরিক্ত বাস


অনলাইন ডেস্কঃ এবারের ঈদুল ফিতরে যাত্রীসেবা সম্প্রসারণে দেশের বিভিন্ন রুটের মতো চট্টগ্রাম থেকেও অতিরিক্ত বাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)।

বর্তমানে চট্টগ্রামে বিআরটিসি কতৃপক্ষ ৮০টি বাস পরিচালনা করে। তন্মধ্যে গণপরিবহণ, পর্যটনসহ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহণ ও স্মার্ট স্কুল বাসও রয়েছে। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর শিক্ষার্থী পরিবহণে ব্যবহৃত ১৬টি বাসের কয়েকটি এবার ঈদে চট্টগ্রাম থেকে দূরপাল্লার রূটে সংযুক্ত হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে চট্টগ্রাম থেকে সুনামগঞ্জ, সিলেট, কোম্পানিগঞ্জ, মংমনসিংহ, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানসহ বেশ কয়েকটি রূটে বিআরটিসি বাস যাত্রীসেবা দিয়ে থাকে। দূরপাল্লার এসব গন্তব্যের পাশাপাশি এবারের ঈদে যদি যাত্রী পাওয়া যায় তাহলে উত্তরবঙ্গেও চট্টগ্রাম থেকে বাস যাতায়াত করবে।

আরও পড়ুন ঈদে বিআরটিসির অতিরিক্ত ৫৫০ বাস, পত্রিকায় বিজ্ঞপ্তি

এ প্রসঙ্গে আলাপকালে বিআরটিসির ডিপো ম্যানেজার (চট্টগ্রাম) জুুলফিকাল আলী চাটগাঁর সংবাদকে বলেন, ‘চট্টগ্রামে বিআরটিসির যতটুকু সক্ষমতা রয়েছে তার সর্বোচ্চটুকু দিয়ে যাত্রী সেবা প্রদান করা হবে। চট্টগ্রামে বিআরটিসির বহরে ভবিষ্যতে ২০টি বৈদ্যুতিক বাস যুক্ত হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে চট্টগ্রামে বিআরটিসির সেবা আরো সম্প্রসারিত হবে।’

বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী দূরপাল্লার পরিবহনের সঙ্গে বিআরটিসির অতিরিক্ত ৫৫০ বাস যাত্রীদের সেবায় নিয়োজিত থাকবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর