আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

আ. লীগ ২২৩ ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬১ আসন


অনলাইন ডেস্কঃ সদ্যসমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২২৩টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। এর পরপরই রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, তারা জয় পেয়েছেন ৬১টি আসনে। আজ সোমবার (৮ জানুয়ারী) সকালে নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এছাড়া জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে, তারাই হতে যাচ্ছে পরবর্তী সংসদের প্রধান বিরোধী দল। অন্যান্য দলের মধ্যে ওয়ার্কাস পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন।

এদিকে জয়ী প্রার্থীদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা স্বতন্ত্র প্রার্থীর হলেও তাদের বেশির ভাগই আওয়ামী লীগের নেতা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত সৈয়দ একরামুজ্জামান ও সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরী জয় পেয়েছেন।

গতকাল রোববার ২৯৯টি আসনে ভোট হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে ভোট আগেই স্থগিত হয়। এছাড়া ময়মনসিংহ-৩ আসনে অনিয়ম ও সহিংসতার অভিযোগে ফলাফল স্থগিত রয়েছে।

আরও পড়ুন চট্টগ্রামের ১৬ আসনে জয়ী যারা

নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এবারের নির্বাচনে অংশ নেয় ২৮টি, এর মধ্যে ২৩টি দলের কোনো প্রার্থীই জয় পাননি। তবে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি অংশ না নেয়াই ফলাফল আগেই অনুমিত ছিল।

নির্বাচন কমিশনের (ইসি) জন্য এবারের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চিত করা। ভোটের আগে দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বিষয়টির ওপর জোর দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা। শেষ পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ভোট গ্রহণ শেষে গতকাল বিকালে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সঙ্গে এও বলেন, ভোট গণনা পুরোপুরিভাবে সম্পন্ন হওয়ার পর এ হার বাড়তে বা কমতে পারে।

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর