আজ ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রামে বেড়েছে শীতের তীব্রতা


সারাদেশে বয়ে যাওয়া শৈত্য প্রবাহের তীব্রতা চট্টগ্রামেও বেড়েছে। কয়েকদিন ধরে শীতে কাঁপছে বন্দর নগরী চট্টগ্রাম। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজনের কষ্ট বেড়েছে। আজ শনিবার (৭ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা হতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে ও মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে।

আজ নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দিনাজপুরে ১০ ডিগ্রি, পঞ্চগড়ে ৯ দশমিক ৬ ডিগ্রি, যশোরে ১০ ডিগ্রি ও চুয়াডাঙ্গায় ৯ ডিগ্রি সেলসিয়াস ও কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দেশের কোথাও কোথাও শনিবার দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।

তথ্যসূত্র: দেশ রূপান্তর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর