আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারীতে সাকিব স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় সাকিব স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সাকিব স্মৃতি সংসদের আয়োজনে শুক্রবার (০৬ জানুয়ারি) বিকালে দোহাজারী মডেল চাইল্ড গার্টেন সংলগ্ন মাঠে দ্বিতীয় বারের মত আয়োজিত এই টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়। দোহাজারী পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুমন টুর্নামেন্টের উদ্বাধন করেন। ব্যবসায়ী আব্দুর রহমান সওদাগরের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাহার বিল্ডার্সের চেয়ারম্যান ও রায়জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি।

বিশেষ অতিথি ছিলেন যুবনেতা আব্দুল হাকিম, ক্রীড়া সংগঠক মো. ইলিয়াছ, ওয়ার্ড যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক এম. শাহজাহান, যুগ্ম আহবায়ক করিম, রাকিব, সাইদ, সাকিব, আজাদ প্রমুখ।

উদ্ভোধনী ম্যাচে দোহাজারী দীপ্ত একতা সংঘ ট্রাইবেকারে ৪-৩ গোলে দোহাজারী তরুণ প্রজন্ম একতা সংঘকে পরাজিত করে। বিজয়ী দলের গোলকিপার পিবলু ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা পরিচালনা করেন জিয়াউর রহমান। সহকারী রেফারি ছিলেন জিসান ও জুবাইর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর