চাটগাঁর সংবাদ ডেস্ক: আজ ২৭ জুলাই, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর নানা শেখ মুজিবুর রহমানের দেয়া ‘জয়’ ও নানি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার দেওয়া ‘সজীব’ মিলিয়ে নাম রাখা হয় সজীব ওয়াজেদ জয়। তাঁর পিতা পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়া এবং মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম এই কারিগরের ৫৩ তম জন্মদিনে চাটগাঁর সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাই অশেষ অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা।
Leave a Reply