Hom Sliderচট্টগ্রাম

প্রতারণার দায়ে জরিমানা গুনলেন পল্লী চিকিৎসক


মো. শোয়াইব, হাটহাজারী প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারীতে ভুল নাম পদবী ব্যবহার ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে পল্লী চিকিৎসক’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। বুধবার(২নভেম্বর)পৌরসভার বাস স্টেশন সংলগ্ন রাজ চন্দ্র চৌধুরী (বাড়ইপাড়া) সড়ক শান্তি ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম বলেন, শান্তি ফার্মেসিতে ভুল নাম পদবী ব্যবহার ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করার অভিযোগে মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে জনৈক ব্যক্তি অভিযোগ করেন । তিনি মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করে বিভিন্ন ধরনের রোগের খুব সহজ ও স্থায়ী সমাধান দিচ্ছেন। অভিযান পরিচালনাকালে অভিযোগসমূহের সত্যতা পাওয়া যায়। ম্যাজিস্ট্রেটের নিকট নিজেকে পল্লী চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও বিশেষজ্ঞ চিকিৎসকের মতো বিভিন্ন রোগের চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন হাটহাজারীর বিভিন্ন প্রান্তে। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মাহফুজুর রহমান খান অভিযোগসমূহ যাচাই করেন। মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগ প্রমানিত হওয়ায় অভিযুক্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ উল্লিখিত দন্ডে ৫০ হাজার টাকা জরিমানা করা সহ পাশাপাশি অভিযুক্তকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শ অনুযায়ী নাম পদবী পরিবর্তন ও কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।


Related posts

কিডনি ডায়ালাইসিসে খরচ বাড়ানোয় এবার সড়ক অবরোধ

Chatgarsangbad.net

গায়েবি মামলা প্রত্যাহারের দাবি দক্ষিণ জেলা বিএনপির

Chatgarsangbad.net

চট্টগ্রাম-কলকাতা রুটে বিমানের ফ্লাইট চালু করতে চেম্বার সভাপতির আহ্বান

Chatgarsangbad.net

Leave a Comment