আজ ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

cu news

শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, মাথা ফাটলো চবি শিক্ষার্থীর


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার (২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে শহরের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ট্রেনে এ ঘটনা ঘটে। আহত জাহিদ হোসেন সাগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।

তিনি বলেন, চারটার ট্রেন অক্সিজেন এলাকা ক্রস করার সময় রেললাইনের পাশ থেকে কয়েকটা ছেলে পাথর নিক্ষেপ করে। জানালার পাশে বসায় একটি পাথর আমার মাথায় লাগে। এ সময় মাথা ফেটে রক্তক্ষরণ হয়। আমার পাশে থাকা আরেকজনের মুখেও পাথরের আঘাত লাগে।

সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, আমরা খোঁজ নিয়েছি। পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর