আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম-কলকাতা রুটে বিমানের ফ্লাইট চালু করতে চেম্বার সভাপতির আহ্বান


চট্টগ্রাম থেকে কলকাতায় সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করতে উদ্যোগ গ্রহণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপির প্রতি আহ্বান জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। গতকাল রোববার এক পত্রের মাধ্যমে চিটাগাং চেম্বার

সভাপতি এ আহ্বান জানান। পত্রে চেম্বার সভাপতি বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে পারস্পরিক ব্যবসাসহ চিকিৎসা ও পর্যটনকে কেন্দ্র করে উভয়দেশের মানুষের যাতায়াত উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ঢাকা থেকে কলকাতা প্রতিদিন বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু থাকলেও সরাসরি চট্টগ্রামের সাথে কোন

ফ্লাইট চালু নেই। এক্ষেত্রে চট্টগ্রামে আসতে গেলে বা চট্টগ্রাম থেকে ভারতে যেতে হলে ভ্রমণেচ্ছুদের ঢাকা হয়ে যাতায়াত করতে হয় যা খরচ ও সময় সাপেক্ষ। যদিও একটি বেসরকারি সংস্থা চট্টগ্রাম–কলকাতা প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করছে। কিন্তু এ অঞ্চলের ব্যবসায়ী, চিকিৎসা প্রত্যাশী ও পর্যটকের চাহিদার তুলনায় তা খুবই অপ্রতুল ও টিকেট পাওয়া অত্যন্ত দুঃসাধ্য।

এতে করে বিদেশী বিনিয়োগকারীরা চট্টগ্রামে আসতে গেলে অথবা চট্টগ্রাম থেকে ব্যবসায়ী ও চিকিৎসা প্রত্যাশীরা উক্ত দেশে যেতে হলে ঢাকা হয়ে যাতায়াত করতে হচ্ছে যা সময় ও অর্থ অপচয়ের পাশাপাশি অনেকটা ভোগান্তির। ক্রমবর্ধমান যাতায়াতকারীর সংখ্যা ও চাহিদা বিবেচনায় চট্টগ্রাম–কলকাতা সরাসরি

ফ্লাইট ব্যবস্থা নিশ্চিত করা জরুরি ভিত্তিতে প্রয়োজন। তাই প্রেক্ষাপট বিবেচনায় চট্টগ্রাম–কলকাতা সরাসরি ফ্লাইট চালু করার লক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য চট্টগ্রামে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর