বাফার নির্বাচন ১৪ ডিসেম্বর


অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডাস অ্যাসোসিয়েশন (বাফা) নির্বাচন ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। প্রতি দুইবছর পরপর অনুষ্ঠিত হওয়া বাফার এবারের নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন বাফার সহ-সভাপতি খায়রুল আলম সুজন। এ নির্বাচন উপলক্ষ্যে ঘোষণা করা হয়েছে তফসিলও।

আজ বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় আগ্রাবাদের দ্য গ্রীণ শ্যাডো রেষ্টুরেন্টে সদস্যদের মিলনমেলার আয়োজন করছেন অফসোর শিপিং লাইন্সের সত্ত্বাধিকারী কাজী ইকবাল আহমেদ। এতে প্রধান অতিথি থাকবেন সংগঠনটির সভাপতি দেশবরেণ্য ব্যবসায়ী নেতা মো. কবির আহমেদ।

২০২৩-২৫ সালে বাফা প্রণীত বিধিমালার ৫২ ধারা এবং ১৯৯৪ সালের স্মারকলিপির ১৫ ধারা অনুযায়ী এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন ইউএসএইড ও সিআইইউর বাফা সেমিনার

নির্বাচন কমিটির চেয়ারম্যান জওহর রিজভী স্বাক্ষরিত তফসিল থেকে জানা গেছে, আগামি ৯ ডিসেম্বর রাজধানী ঢাকাতে এবং ১১ ডিসেম্বর চট্টগ্রামে এবারের নির্বাচনের প্রার্থী এবং ভোটারদের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। ১৪ ডিসেম্বর নগরীর ‘হল২৪’ এ সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে ৪টা পর্যন্ত। ওইদিন ভোটগণনা শেষে শুক্রবার (১৫ ডিসেম্বর) দাপ্তরিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন পরিচালনা কমিটির মন্তব্য প্রকাশিত হবে ১৭ ডিসেম্বর এবং নির্বাচন আপিল বোর্ডে অভিযোগ গ্রহণের শেষ সময় ১৮ ডিসেম্বর কার্যদিবস পর্যন্ত। আপত্তি নিষ্পত্তি ও চূড়ান্ত ফল ঘোষণা হবে ২১ ডিসেম্বর।

এ প্রসঙ্গে আলাপকালে খায়রুল আলম সুজন চাটগাঁর সংবাদকে বলেন, ‘চট্টগ্রাম রিজিয়ন থেকে পরিচালক পদে থাকা ৮জন ব্যতীত অতিরিক্ত কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। ঢাকা রিজিয়নে ১৪জন মনোনয়নপত্র দাখিল করেছেন। কিন্তু তন্মধ্যে নির্বাচিত হবেন ১১জন। নির্বাচিত ঢাকার ১১ ও চট্টগ্রামের ৮জন সম্মিলিতভাবে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।’

এবারের নির্বাচন স্বতঃস্ফূর্ত, অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ হবে বলেও জানান তিনি।


Related posts

রাস্ট্রিয় পাটকল রক্ষা খলনা যশোর অঞ্চল আঞ্চলিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

মুঠোফোনে রিচার্জসহ জীবনযাত্রার খরচের ৯ ধরনের তথ্য এনবিআরকে জানাতে হবে 

Chatgarsangbad.net

চকরিয়ায় ডাকাতি হওয়া মহিষ লামা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার!

Chatgarsangbad.net

Leave a Comment