অনলাইন ডেস্কঃ ইউনাইটেড স্টেইটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) এবং চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সহযোগিতায় সেমিনারের আয়োজন করছে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফফা)।
আজ শনিবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাফফার সভাপতি কবির আহমেদ জানিয়েছেন আগামিকাল রবিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে চিটাগং ক্লাব লিমিটেডের ব্যাঙ্কুয়েট হল এ সেমিনারটি অনুষ্ঠিত হবে।
সেমিনারে ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (আইএসসিএম) লঞ্চিং প্রোগামও অনুষ্ঠিত হবে। সেমিনারটিতে কূটনীতিক, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, সিসিএন্ডআই, বিএসএএ, সিসিএএ এবং অন্যান্য ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করবেন।
Leave a Reply