আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

আয়কর রিটার্ন: লক্ষ্যমাত্রার ১ তৃতীয়াংশ এখনও অধরা


চাটগাঁর সংবাদ ডেস্কঃ ‘কর দেবো গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’। এই শ্লোগান ও লক্ষ্য নিয়ে এগুনো বাংলাদেশে এখনও কাক্সিক্ষত সাড়া মিলছে না আয়করদাতাদের। অসচেতনতা ও কর ফাঁকি দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আয়কর রিটার্ন আহরণের প্রতিবেদনে।

সম্প্রতি জাতীয় আয়কর দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ‘চলতি ২০২৩-২৪ করবর্ষে দেশে ১ কোটি বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা হওয়া উচিত। অথচ জমা হয়েছে মাত্র ৩৫ লাখ।’

‘নতুন আয়কর আইন এবং কর পরিপালন: পরিবর্তিত প্রেক্ষিত’ র্শীষক এই সেমিনারে তিনি আরও জানান, ‘গত বছর রিটার্ন জমা হয়েছিলো ৩৬ লাখের মত। অবশ্য চলতি বছর ২৭ নভেম্বর পর্যন্ত এই সংখ্যা ১৯ লাখের কিছু বেশি। তবে এনবিআর করদাতাদের জন্য রিটার্ন জমার সময় আরও বাড়িয়েছে।’

এনবিআর চেয়ারম্যান নতুন আয়কর আইনে কিছু ত্রুটি রয়ে গেছে বলে উল্লেখ করে বলেন, ‘সব দিকে একসাথে খেয়াল করা যায় না। আমরা অনেক চেষ্টা করেছি, কিš‘ নতুন আইনের মধ্যেও কিছু ত্রুটি রয়েছে। ত্রুটিগুলো সমাধানের জন্য স্টেকহোল্ডারদেও সাথে আলোচনা চলছে।’

এনবিআর সূত্রে জানা গেছে, দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারধারীর (টিআইএন) সংখ্যা ৯৪ লাখের বেশি। এর মধ্যে গত ২০২২-২৩ অর্থবছরে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২২ লাখ ৯৯ হাজার ৬২৫টি। তার আগে ২০২১-২২ অর্থবছরে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২২ লাখ ৯৯ হাজার ৬২৫টি। এ বছর ৩০ লাখ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন আয়কর দিলে মিলবে সরকারি যে ৪৩ সেবার ‍সুযোগ

সূত্র বলছে, সংগৃহীত আয়করের ৭৪ শতাংশই আদায় হয় রাজধানী ঢাকা থেকে। আর ১৬ শতাংশ বন্দর নগরী চট্টগ্রাম থেকে। বাকি অংশ আহরণ হয় সারা দেশ থেকে।

চলতি করবর্ষে লক্ষ্যমাত্রানুযায়ী আয়কর রিটার্ন জমা না পড়ায় গত ২৯ নভেম্বর ব্যক্তি করদাতাদের ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় ৩০ নভেম্বর থেকে ২ মাস বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করেছে এনবিআর। এছাড়া কোম্পানি করদাতাদের রিটার্ন জমার মেয়াদ ১৫ জানুয়ারি থেকে দেড় মাস বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

এনবিআর বলছে, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের কারণে আয়কর রিটার্নের পূর্বনির্ধারিত সময়ের মধ্যে অনেকেই রিটার্ন জমা দিতে পারেননি।
রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এনবিআর চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়ে এফবিসিসিআই বলেছে, ‘রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর প্রয়োজন রয়েছে। নতুন আয়কর আইন-২০২৩ প্রতিপালন ও আয়কর পরিপত্র বিলম্বে প্রকাশের কারণে এবার কারদাতারা প্র¯‘তি নেওয়ার তেমন সময় পাননি। সেই সঙ্গে রাজনৈতিক পরি¯ি’তি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে অনেক করদাতার পক্ষেই ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব হবে না।

এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন বাণিজ্য সংগঠন থেকে এফবিসিসিআইয়ের কাছে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির অনুরোধ করা হয়েছে। এই পরি¯ি’তিতে আয়কর আইন-২০২৩ এর ৩৩৪ নম্বর ধারার আলোকে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী বৃদ্ধির অনুরোধ করেছে এফবিসিসিআই।

ব্যবসায়ীদের এই আহ্বানে গুরুত্ব দিয়েছে এনবিআর। তাই ৩০ নভেম্বর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকলেও কর্মসূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। চলতি করবর্ষে নভেম্বর মাসজুড়ে চলেছে আয়কর সেবা মাস।

তথ্যসূত্র: সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর