আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতের সিকিমে আকস্মিক বন্যায় ৫ সেনার মৃত্যু, নিখোঁজ ২৩


বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচ ভারতীয় সেনা। এখনও নিখোঁজ আছেন আরও ২৩ জন। দেশটির পার্বত্য উত্তর-পূর্ব সিকিম রাজ্যের একটি উপত্যকায় প্রবল বর্ষণের ফলে ওই আকস্মিক বন্যার সৃষ্টি হয়। দেশটির সেনাবাহিনী বলেছে, প্রবল বৃষ্টিপাতে উত্তর সিকিমের লোনাক হ্রদে উপচে পড়ায় তিস্তা নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়।

বন্যায় বেশ কিছু যানবাহন পানির নিচে তলিয়ে গেছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চলছে। যে অঞ্চলে ওই বন্যা হয়েছে তা নেপাল সীমান্তে এবং অঞ্চলটি বেশ প্রত্যন্ত। লোনাক হ্রদটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে থাকা তুষারময় শিখরগুলোর একটি হিমবাহের গোড়ায় অবস্থিত। সেনাবাহিনী বলেছে, চুংথাং বাঁধ থেকে উজান থেকে পানি ছাড়ার অর্থ ইতিমধ্যে নদীটির পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ১৫ ফুট ছাড়িয়েছে। বর্ষা মৌসুমে আকস্মিক বন্যা সাধারণ ঘটনা। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এটি দেখা যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর